আইটিজোন বাংলাদেশ দিচ্ছে জাতীয় মানের প্রফেশনাল নিউজপেপার ওয়েবসাইট

আমরা দিচ্ছি একটা জাতীয় মানের প্রফেশনাল ওয়েবসাইট যা All bangla Newspaper এর অন্তর্ভুক্ত থাকবে যেমন।

 

আমাদের তৈরি করা কিছু ডেমো নিউজপেপার ওয়েবসাইট দেখুন

নিউজপেপার ওয়েবসাইট কিভাবে খুলতে হয়?

প্রথমত একটি ওয়েবসাইট খুলতে হলে আপনাকে অবশ্যই একটি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করতে হবে। ডোমাইন টি অবশ্যই আপনার নিউজ পোর্টাল নামের সাথে মিল থাকতে হবে। সহজেই কেউ আপনার ওয়েবসাইট টি খুজে পেতে পারে। এবং আপনার হোস্টিং টি অবশ্যই একটি ভালো মানের হোস্টিং হতে হবে। কারন ভালো মানের হোস্টিং না হলে ভবিষ্যতে যখন আপনার ভিজিটর বা পাঠকের পরিমান যদি বেড়ে যায় তখন আপনার ওয়েবসাইট টি স্লো না হয়ে যায়। তাই হোস্টিং নেওয়ার ক্ষেত্রে তাদের হোস্টিং এর ধরন এবং সার্ভিস সম্পর্কে ধারনা নিয়ে নেবেন।

নিউজপেপার ওয়েবসাইট থেকে কি রকম আয় করা সম্ভব?

আপনার বাংলা ওয়েবসাইটে পর্যাপ্ত আর্টিকেল ও মাসে ২০০০০ এর মত ভিজিটর নিয়ে আসতে পারলে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন আর আপনার ওয়েবসাইটটি যত পুরনো হবে পোস্টগুলো আস্তে আস্তে রেংক করবে ভিজিটর বাড়বে ওয়েবসাইট থেকে আয়ও দিন দিন বাড়তে শুরু করবে।

আপনি নিউজ পেপার ওয়েবসাইট থেকে কয়েকভাবে আয় করতে পারেন, যার মধ্যে অন্যতম ৩টি উপায় নিজে দেওয়া হলোঃ

  1. গুগল এডসেন্স
  2. স্পন্সরশীপ
  3. এফিলিয়েট

বাংলা ওয়েবসাইটে গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার শর্ত সমূহ যেমন:

  • ওয়েবসাইটে কমপক্ষে ২০টি ইউনিক আর্টিকেল থাকতে হবে।
  • প্রত্যেকটি আর্টিকেল কমপক্ষে ১০০০ হাজার ওয়ার্ড করে লিখতে হবে।
  • আপনার লেখা কমপক্ষে ২০টি আর্টিকেল গুগলে ইনডেক্স হতে হবে। –

ওয়েবসাইটে কয়েকটি পেজ তৈরি করতে হবে, যেমন: About me, Contact us, Privacy policy প্রভৃতি।

স্পন্সরশীপ এর মাধ্যমে আয়ঃ

আপনার আশে পাশের ছোট কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে খুব সহজেই লোকাল স্পন্সর পেয়ে যেতে পারে, যেমন: আপনি তাদের সাথে যোগাযোগ করে জানাবেন যে আপনার একটি ওয়েবসাইট আছে সেখানে মাসে এত ভিজিটর আসে আমাকে মাসে এত টাকা দিতে হবে। সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের আপনার ওয়েবসাইটটি দেখে পছন্দ হলে কিছু টাকা কম করে আপনাকে একটি ব্যানার তৈরি করে দিবে অথবা ব্যানার আপনাকে তৈরি করে যুক্ত করে দিতে বলবে, এভাবেই ছোট কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে আয় করতে পারবেন।

এফিলিয়েট এর মাধ্যমে আয়ঃ

আপনার ওয়েবসাইটে পছন্দের ই-কমার্স ওয়েবসাইট অথবা যেকোনো ধরণের সাইট থেকে এফিলিয়েট লিংক সংগ্রহ করে ওয়েবসাইটের পোস্ট অথবা সাইটবারে যুক্ত করে মোটা অংকের টাকা আয় করতে পারবেন।

একটি নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে কেমন খরচ হতে পারে?

তো আপনি যদি নতুন হয়ে থাকেন এবং সাধারন একটি সাইট বানাতে চান তাহলে খরচ পড়তে পারে ৪০০০ টাকা থেকে শুরু আর যদি উন্নতমানের একটি ডোমেইন-হোস্টিং দিয়ে মানসম্মত ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে খরচ পড়তে পারে ১০০০০ টাকা থেকে প্রায় ২/৩ লক্ষ টাকা

Change